14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল হবেই

admin
September 5, 2016 9:56 am
Link Copied!

নিউজ ডেস্কঃ রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল হবেই বললেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

গতকাল রোববার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় অধ্যাপক আনু মুহাম্মদ এ কথা বলেন। তিনি বলেন, ‘নিশ্চিত রামপালে বিদ্যুৎকেন্দ্র বাতিল হবেই। শুধু যত তাড়াতাড়ি আমরা আন্দোলনকে বেগবান করতে পারব, তত তাড়াতাড়ি এ প্রকল্প বাতিল হবে। এখন দরকার আন্দোলনকে শক্তিশালী করা।’

আন্দোলনরত জাতীয় কমিটিকে যাঁরা সমর্থন করেন, তাঁদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে যেভাবে পারেন সেভাবেই আন্দোলনে অংশগ্রহণ করুন। সবাইকে যে একই পদ্ধতিতে আন্দোলনে আসতে হবে তা নয়। যার ভেতরে যে ক্ষমতা আছে, তার সে ক্ষমতাকেই কাজে লাগাতে হবে। আমাদের আন্দোলনকারীদের অনেকে সুন্দরবনের পক্ষে লেখালেখি করছেন, অনেকে গান বানাচ্ছেন, অনেকে নাটক লিখছেন। মোটকথা, নিজের ভেতরের ক্ষমতাটাকে কাজে লাগাতে হবে।’

জাতীয় কমিটির আন্দোলনের অর্থের জোগান নিয়ে প্রধানমন্ত্রীর তোলা প্রশ্নের জবাবে আনু মুহাম্মদ বলেন, ‘প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে আন্দোলনের অর্থের জোগান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিএনপি-জামায়াতের সময় আমরা যখন ফুলবাড়ী আন্দোলন করেছিলাম, তখন আপনি সে আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন, তখন অর্থের জোগান যেভাবে হতো, এখনো অর্থের জোগান সেভাবেই হয়। আর আমাদের তো অর্থের তেমন একটা দরকারও হয় না। আন্দোলনকারী বিশেষজ্ঞ, ছাত্র, তরুণরা নিজেদের গায়ে-গতরে খেটে আন্দোলন করছে।’

রামপালে বিদ্যুৎকেন্দ্র সমর্থনকারী বিশেষজ্ঞদের ব্যাপারে বলতে গিয়ে আনু মুহাম্মদ বলেন, ‘কোনো বিশেষজ্ঞের যত বড় ডিগ্রিই থাকুক না কেন, সে যদি কোনো কোম্পানির চাকুরে হয় সেটা বিশেষজ্ঞ জ্ঞান নয়, বরং বিজ্ঞাপনী প্রচার। কাণ্ডজ্ঞান না থাকলে বিশেষজ্ঞ জ্ঞান কোনো কাজে আসে না। টাকা দিয়ে ভাড়াটিয়া বিশেষজ্ঞ পাওয়া যায়। কিন্তু যাঁরা সুন্দরবন রক্ষার জন্য আন্দোলন করছেন, তাঁদের কেনা যাবে না।’

সুন্দরবন ও পরিবেশ সম্পর্কে দেওয়া সরকারের বিভিন্ন মন্ত্রী ও আমলার বক্তব্যের সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, ‘সুন্দরবন নিয়ে তাঁরা যখন বিভিন্ন অযৌক্তিক ও হাস্যকর কথা বলছেন, তখন বোঝা যায় সুন্দরবনের ব্যাপারে তাঁদের আসলে কোনো আন্তরিকতাই নেই।’

সরকারের উন্নয়নের ধারণার সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, ‘বলা হয় উন্নয়ন করতে গেলে পরিবেশের একটু-আধটু ক্ষতি হবেই। সরকারের উন্নয়নের ধারণাটা বদলাতে হবে। যে উন্নয়নে পরিবেশের বিপজ্জনক মাত্রায় ক্ষতি হয়, সেটা তো কোনো উন্নয়নই না। অস্তিত্ব টিকিয়ে রেখে যদি সমৃদ্ধি অর্জন করা যায়, সেটাই উন্নয়ন।’

রামপালে প্রকল্পের সমালোচনা করে তিনি বলেন, ‘অর্থনৈতিক বিবেচনায়ও এটা একটা ব্যাড প্রজেক্ট।’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা ও তানজিম উদ্দিন খান, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাসুক হেলাল অনিক।

রোববার সন্ধ্যায় সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে বটতলা থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘সুন্দরবন গাঁথা’।

http://www.anandalokfoundation.com/