শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাজ কোম্পানী মোড়ের বাটারগলিস্থ জেলা ছাত্রলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে সেখানে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে জেলা ছাত্রলীগ কার্যালয়ে দিনভর বঙ্গবন্ধুর ভাষন ও কোরআন তেলওয়াত মাইকে প্রচার করা হয়।