ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে জাপানি নাগরিককে গুলি করে হত্যা; আটক -৩

admin
October 3, 2015 4:08 pm
Link Copied!

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস: রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক তাভেলা সিরাজি হত্যার এক সপ্তাহের মাথায় এবার রংপুরের কাউনিয়া উপজেলার সরাইল ইউপি’র কাচু আলুটারী মহিষাওয়াল পাড়ায় ওসি কানিও (৬৫) নামে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিদেশী নাগরিক কানিও রিক্সায় করে উপজেলার কাচু আলুটারী মহিষওয়াল গ্রামে তার পরিচালিত একটি কৃষি খামারে যাচ্ছিলেন। পথিমধ্যে দুটি মটরসাইকেল যোগে মুখোশধারী কয়েকজনের একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং তাকে লক্ষ্য করে এলোপাথারী গুলি ছুড়তে থাকে। এতে ঐ বিদেশি নাগরিক  গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরেই জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সাথে রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানা গেছে।

তথ্য মতে, জাপানি নাগরিক ওসি কানিও স্থানীয় হীরা মিয়া নামে বাংলাদেশী এক লোকের সাথে কাচু আলুটারী মহিষাওয়াল গ্রামে দেড় একর জমি নিয়ে একটি উন্নত মানের বিদেশী ঘাস ও ঔষধী গাছের প্রকল্প চালাতেন। কিন্তু তার অংশীদার হীরা মিয়া ছাড়াই কয়েকদিন যাবৎ কানিও একাই তার পরিচালিত কৃষি খামারে যাতায়াত করতেন। আবার কেউ কেউ বলছেন, জাপানী নাগরিক রংপুর মহানগরীর মুন্সিপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। তবে জাপানী নাগরিক ওসি কানিও বাংলাদেশী বংশদ্ভুত নাগরিক বলে অনেকেই মন্তব্য করছেন।  এদিকে পুলিশ ওসি কানিও বাংলাদেশী বংশদ্ভুত কি না তা নিশ্চিত করতে পারেনি। তবে তিনি এক বৎসরের ভিসা নিয়ে রংপুর মহানগরীতে চার মাস যাবৎ অবস্থান করছিলেন বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, নিহত জাপানী নাগরিক ওসি কানিও কি কারণে খুন হলেন তা নিশ্চিত নন তিনি। তবে তার কাছে থাকা কোন মূল্যবান জিনিসপত্র খোয়া যায়নি বলে জানান। এঘটনায় পুলিশ জড়িত সন্দেহে রিক্সা চালক মোন্নাফ (৩৫), ঘটনাস্থলের পাশের বাড়ীওয়ালা মুরাদ হোসেন (৩২) ও রংপুর নগরীর জাকারিয়া হোসেন (৪০) নামে ৩জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক তাভেলা সিরাজীকে গুলি করে হত্যা করে কিছু দুর্বুত্ত এর রেশ কাটতে না কাটতেই এবার জাপানী নাগরিক ওসি কানিওকে গুলি করে হত্যা করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/