যশোর অফিসঃ যশোরে মিল শ্রমিক এক শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে আলামিন (১৯) নামে এক যুবকের নামে কোতয়ালী থানায় মামলা হয়েছে। অভয়নগর উজেলার বানিয়ারগাতি গ্রামের এক দিনমজুরের স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি করেছেন।
পুুলিশ জানায়, অভাবের সংসার তাই তার ১৩ বছরের মেয়ে বানিয়ারগাতি গ্রামের নর্থ-সাউথ সুতার মিলে কাজ করে। ওই মিলের আর এক শ্রমিক বসুন্দিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আলামিন একই মিলে কাজ করে। আলামিন তার মেয়েকে প্রায় সময় বিভিন্ন লোভ দেখাতো ও বিয়ে করবে বলে জানায়। এভাবে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৭আগস্ট রাতে দুজনের ডিউটি ছিল। রাত দুইটার দিকে মেয়েটিকে মিলের গোডাউনের মধ্যে নিয়ে আলামিন ধর্ষণ করে। মিলের লাইনম্যান শরিফুল, সিকিউরিটি গার্ডসহ আরও কয়েকজন দেখে ফেলায় ঘটনা জানাজানি হয়।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম বলেন, ‘শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলামিনকে আটকের চেষ্টা চলছে।’