14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরের প্রতারক শাহাবুদ্দীনের প্রতারণায় কালীগেঞ্জর স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবীদ সর্বশান্ত

admin
August 1, 2016 9:57 pm
Link Copied!

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ থেকে: জীবনের সঞ্চিত অর্থ দিয়ে জমি কিনতে যেয়ে যশোরের শাহাবুদ্দীন নামের এক প্রতারকের প্রতারণায় পড়ে সর্বশান্ত হয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ মইনুর রহমান। সবকিছু হারিয়ে এ পরিসংখ্যানবীদ এখন অসহায় পড়ে পড়েছেন।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ মইনুর রহমানকে জমি কিনে দেবার নামে ২০১২ সালের মার্চ মাসে যশোরের ১১৯ মুজিব সড়কের মৃত আকবার আলীর ছেলে এম শাহাবুদ্দীন ৩০ লাখ টাকা নেয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও শাহাবুদ্দীন, মইনুরকে জমিও কিনে দেয়নি আবার টাকা ফেরত দেয়নি। দিনের পর দিন অতিবাহিত হতে চললেও টাকা ফেরত না পেয়ে মইনুর অসহায় হয়ে বিভিন্ন স্থানে ধর্ণা দিতে থাকেন। এক পর্যায়ে ওই প্রতারক যশোর সিটি ব্যাংকের অনুকুলে গত ১০/০৯/২০১২, ১৫/১১/২০১২ ও ০৪/০৪/২০১৩ তারিখে ১০ লাখ টাকার ৩টি চেকসহ মোট ৩০ লাখ টাকার চেক প্রদান করেন।  যার চেক নং সিডিএ- ১৪৯৫৯৯৮৭, সিডিএ ১৪৯৫৯৯৮৮ ও  সিডিএ ১৪৯৫৯৯৮৫।

উক্ত পরিসংখ্যানবীদ চেক নিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ ওই একাউন্টে যথেষ্ট পরিমান টাকা নেই বলে জানিয়ে দেয়। পরবর্তীতে পরিসংখ্যানবীদ মইনুর রহমান আদালতে ২ টি চেক ডিসঅনার এর মামলা করেন। দীর্ঘদিন পর গত ২৭/০৮/২০১৫ ইং তারিখে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে প্রতারক এম শাহাবুদ্দীনকে প্রত্যেক চেকের অনুকুলে ১ বছর করে কারাদ- ও দ্বিগুন অর্থদন্ডে দন্ডিতের রায় দেন। অর্থাৎ দুই টি চেকের মামলায় তাকে ২ বছরের কারাদ- ও ৪০ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করে আদালত।
মামলার রায়ের আগে সুচতুর প্রতারক এম শাহাবুদ্দীন গত মে মাসে  যশোর থেকে  ঢাকায় পালিয়ে যায়। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে গত ১৮/০৭/২০১৬ ইং তারিখে ঢাকার আদাবর থানা পুলিশ প্রতারক এম শাহাবুদ্দীনকে ঢাকা পিসি কালসার ৭ নং রোড থেকে গ্রেফতার করে। বর্তমানে ওই প্রতারক জেল-হাজতে থাকলেও পরিসংখ্যানবীদ মইনুর রহমানের টাকা ফেরত দিচ্ছে না।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ মইনুর রহমান জানান, শাহাবুদ্দীন শুধু আমার কাছ থেকে নয়, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্নভাবে প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। আমাকে জমি কিনে দেবার কথা বলে ৩০ লাখ টাকা নেয়। কিন্তু তিনি জমি কিনে দেননি, আবার টাকাও ফেরত দেননি। সে সময় তিনি আমাকে  ১০ লাখ পরিমানের পৃথক তিনটি চেক দেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের কথা বলে চেক ফেরত দেন।
যার কারনে তিনি আদালতে চেক ডিসঅনারের মামলা করেন। মামলায় আদালত তার পক্ষে রায় দেয়া সত্বেও তিনি টাকা আদায় করতে পারছেন না।

http://www.anandalokfoundation.com/