14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মোট ভোটারের ৯.৬৯ ভাগে নির্বাচিত ঢাকা-৫ আসনের মনিরুল ইসলাম মনু

Rai Kishori
October 18, 2020 10:53 am
Link Copied!

ঢাকা-৫ আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু মাত্র ৪৫ হাজার ৬৪২ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যা মোট ভোটারের ৯.৬৯ ভাগ।

শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই আসনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫  আসন গঠিত। এখানে ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন পুরুষ এবং ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী ভোটার মিলিয়ে মোট ভোটার আছেন ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন।

কাজী মনিরুল ইসলাম মনুর ৪৫ হাজার ৬৪২ ভোটের বিপরীতে বিএনপির প্রার্থী সালাহ্ উদ্দিন আহমেদ পেয়েছেন মাত্র দুই হাজার ৯২৬ ভোট৷ আর বাকি তিন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মীর আব্দুস সবুর লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪১৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান সুমন মাস্টার আম প্রতীকে পেয়েছেন ১১১ ভোট৷ বাকি প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদারের ডাব প্রতীকে ভরসা রাখতে পারেননি ৫০ জন ভোটারও৷ তার প্রাপ্ত ভোট ৪৯৷

নিয়ম অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে সরকারি কোষাগারে ২০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হয়। আসনের সব ভোটকেন্দ্রে পড়া মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। বিজয়ী কাজী মনিরুল ইসলাম মনু ছাড়া আর কোনো প্রার্থী ফেরত পাচ্ছেন না জামানতের টাকা।

এই আসনের ১৮৭টি কেন্দ্রে ৮৬৪টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আট ঘণ্টা টানা ভোটগ্রহণ হয়৷

উল্লেখ্য, গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য হয়। এর পর গত ৩ সেপ্টেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

http://www.anandalokfoundation.com/