মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর থানা শ্রমিক লীগ গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংগঠনের সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা করেছে।
মেহেরপুর সদর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজুর সভাপতিত্বে ও সাইদুর রহমান সাঈদ’র সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএডিসি শ্রমিক-কর্মচারী লীগের কেন্দ্রীয় সহ-সাংগাঠনিক সম্পাদক আব্দুস সামাদ, সদর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, গাংনী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সামছুল আলম আবুল, সাংগাঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য এম.এ কুদ্দুস, আবু বক্কর সিদ্দিক, নজরুল ইসলাম নজু, অনন্ত কুমার সাহা, মতিয়ার রহমান, ইকবাল কবির রঞ্জু, শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, রঙ-তুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে জেলা শ্রমিক লীগের কাউন্সিল কবার উপর গুরুত্ব আরোপ করেন।