মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন শেষে কমিটি গঠন করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনকে সভাপতি, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন মোল্লাকে সাংগাঠনিক সম্পাদক করে সদর উপজেলা এবং মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামকে সভাপতি, বদরউদ্দিন বিশ্বাসকে সাধারণ সম্পাদক ও আব্দুর রশিদকে সাংগাঠনিক সম্পাদক করে মুজিবনগর উপজেলা বিএনপি’র ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩ টায় এ উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক এমপি আমজাদ হোসেন ও প্রধান বক্তা ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রহমান, সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে প্রতিটি উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।