মেহের আমজাদ,মেহেরপুর (৩০-০৯-১৬)ঃ মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউপি নির্বাচন স্থগিত হওয়া নিয়ে নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে। তবে নির্বাচন সমন্ধে আগামী রবিবার নির্বাচন কমিশন থেকে একটি জারি আসতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।
এদিকে নির্বাচন বন্ধ করা নিয়ে একটি কুচক্রী মহল এখনও চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন। নির্বাচন তফশীল অনুযায়ী হবে এবং শতভাগ গ্যারান্টি সহকারে।
শুক্রবার রাতে মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউপি নির্বাচন স্থগিত হওয়া নিয়ে নানা ধরনের গুঞ্জনের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিতের আদেশ নির্বাচন কমিশন থেকে পাশ হয়নি। আদৌ এটি পাশ হওয়ার কোন সম্ভবনা নেই। এক শ্রেনীর মানুষ এই নির্বাচন বন্ধ করার জন্য বিভ্রান্ত ছড়িয়ে বেড়াচ্ছে।