14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা আওয়ামী মৎস্য চাষী লীগের আহ্বায়ক কমিটি গঠন

admin
September 24, 2015 9:41 pm
Link Copied!

মেহেরপুর অফিসঃ মেহেরপুর জেলা আওয়ামী মৎস্য চাষী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ লিজনকে আহবায়ক, মোঃ ফারুখকে যুগ্ম আহ্বায়ক-১, মোঃ জনিকে যুগ্ম আহ্বায়ক-২ ও মালাই খাঁনকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার কেন্দ্রীয় আওয়ামী মৎস্য চাষী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ইউনুস আলী স্বাক্ষরিত একপত্রে ওই তথ্য জানা যায়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ভজা হালদার, সমরেশ হালদার, মোঃ কামাল, আলফাউউদ্দিন খোকন, মোঃ আলতাব, মোঃ মিটুল, মোঃ ইব্রাহিম, মোঃ মিয়ারুল, মোঃ টোকন, মোঃ মিলন, মোঃ আশরাফুজ্জামান, মোঃ রফিকুল, রাম হালদার, দিপঙ্কর হালদার, সাগর হালদার, বকুল হালদার ও বিকাশ হালদার।

http://www.anandalokfoundation.com/