মেহের আমজাদ,মেহেরপুর (০৯-০৩-১৬): স্থলবন্দরের দাবিতে মেহেরপুরে প্রচারপত্র বিতরণ করেছে স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরাম।
গতকাল বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রচারপত্র বিলি করেন সংগঠনটির মূখপাত্র এম.এ.এস ইমন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে চলে এ প্রচারপত্র বিলি। এ সময় উপস্থিত ছিলেন, ফোরামের সদস্য সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক, রাহিনুর জামান পোলেন, মোস্তাফিজুর রহমান চন্দন, আতিক স্বপন, এনামুল হক, শাহরিয়ার রবি, আতিয়ার রহমান হিরা, শেখ সোহরাওয়ার্দী জুয়েল, সাইফুল আযমসহ সংগঠনটির নেতা-কর্মীরা।
ফোরামের মুখপাত্র বলেন, মেহেরপুর জেলার আর্থ-সামাজিক উন্নয়েন জন্য স্থলবন্দর অত্যাবশ্যক। এই জেলার বেকার যুবকদের কর্মসংস্থানের অভাবে মাদকের করালগ্রাসে পরিনত হচ্ছে। স্থলবন্দর হলে ব্যবসা বানিজ্যের সুযোগ সৃষ্টি হবে। ব্যপকভাবে অবকাঠোমোগত উন্নয়নের পাশাপাশি পরিবহন ব্যবসার প্রসার ঘটবে। কর্মসংস্থান হবে শ্রমিকদের।