ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বিধবা, প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে ভাতা প্রদান

admin
August 15, 2016 11:47 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের মাঝে ভাতা প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে পিরোজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিক ভাবে ওই ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, উপজেলা সমাজসেবার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব আলী, পিরোজপুর ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য ওহীদুর রহমান ডাবলু, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, ইউপি সদস্য আরমান আলী, সমাজসেবার ইউনিয়ন কর্মী মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, প্রমুখ। পিরোজপুর ইউনিয়নে ২০১৫-১৬ অর্থ বছরের বিধবা, প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে ১১ লক্ষ ৪ হাজার টাকা ভাতা প্রদান করা হয় ।

http://www.anandalokfoundation.com/