মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরে বাস-ট্রাক মালিক ও মটর শ্রমিক ইউনিয়নের এক জরুরী যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
জরুরী সভায় বাস রিকুইজিশন ও মালিক সমিতির পরিবহন ধর্মঘট ডাকাসহ সার্র্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি আশাবুল হক। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ গোলাম রসুল, জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরী সভাপতি এসকেন আলী, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মিন্টু, লাইন সেক্রেটারি হাসিদুল হক রানা, সদস্য আক্কাস আলী, আব্দুর রশিদ, ট্রাক মালিক গ্রুপের সেক্রেটারি সানোয়ার উদ্দীন শহীদ, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আমানুল্লাহ, ক্রীড়া সম্পাদক সাফুয়ান আহম্মেদ রুপক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, সেক্রেটারি মতিয়ার রহমান মতি প্রমুখ। আজ বৃহস্পতিবার বিকেলে বাস-ট্রাক মালিক ও মটর শ্রমিক ইউনিয়নের যৌথ সভা পুনরায় অনুষ্ঠিত হবে।