13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে জামায়াতের ১২ জন নারী কর্মী আটক

admin
September 10, 2015 6:53 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুরঃ গোপন বৈঠক করার সময় জামায়াতের ১২ জন নারী কর্মীকে আটক করেছ মেহেরপুর সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১০টার দিকে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আহসান হাবীবের নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেরপুর শহরের কাঁসারী পাড়ার এনামুল হকের বাড়ী থেকে জিহাদী বই সহ তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো নাছিমা, রুশিয়া, রিজিয়া রাবেয়া, রেনু, রশিদা, জয়নব, হাসিনা, মনোয়ারা, তাহেরা, আমেনা ও রাশেদা।

মেহেরপুর সদর থানার অফিসার্স ইনচার্জ আহসান হাবীব (ওসি) জানান, জামায়াতের নারী কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তেতে শহরের কাঁসারী পাড়ার এনামুল হকের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় ঐ বাড়ীর দ্বিতীয় তলায় বৈঠক করা অবস্থায় তিন বান্ডেল জিহাদী বই সহ নারী কর্মীদের আটক করা হয় ।

http://www.anandalokfoundation.com/