মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘অবসরে’ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গতকাল শনিবার রাত সাড়ে ৭ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জানে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অবসর প্রাপ্ত প্রভাষক আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি নূরুল আহমেদ ও মোমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক ননী গোপাল ভট্টাচার্য, শেখ মোঃ আহসানুল হক, মোজাম্মেল হক প্রমুখ। পরে সেখানে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবুল হাসনাদ দিপু।