রুহুল কুদ্দুসঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ০৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের ২৫০জন দুস্ত ভাতা ভোগির মাজে (৩০) কেজি করে ২মাসের চাল বিতরন করেন। এই সময় এক শ্রেনী অসাধু ইউপিসদস্য প্রত্যেক ভাতাভোগির কাজ থেকে ৪০ টাকা করে টাকা আদায় করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
এ ব্যাপরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে মুঠ ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি কিছুই জানিনা। এছাড়া উপজেলা দায়ীত্ব প্রাপ্ত ট্যাক অফিসার সাইফুল ইসলাম তিনি বলেন চাল কখন দিবে এ ব্যাপারে চেয়ারম্যান আমাকে কিছুই জানাইনি। উল্লেখ্য এই ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে নানান ধরনের ঘুষ দুর্নিতি অনিয়মের অভিযোগ রয়েছে।