রুহুল কুদ্দুসঃ মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অংগ সংগঠনের উদ্যোগে মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।
উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন শহীদমিনারে সকাল ৮.০০ ঘটিকায় বঙ্গবন্দু প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন করে এবং ৮.৩০ ঘটিকায় শহরের গুরুত্ব পূর্ন সড়কে শোক রেলী বের করে। পরে উপজেলা অডিটোরিয়ামে বঙ্গবন্দুর জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার তৌফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গাজী আতহার উদ্দিন আহম্মেদ, সাবেক যুবলীগ নেতা সোহেল আহম্মেদ, রঞ্জু হাওলাদার বক্তব্য রাখেন। পরে ১.৩০ মিনিটে প্রত্যেক মসজিদ মন্দিরে দোয়া প্রার্থনা করা হয় ও ২.০০ ঘটিকায় দুস্তদের মাঝে উন্নত মানের খাবার বিতরন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গাজী আতহার উদ্দিন আহম্মেদ, জুয়েল ব্যাপারী ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।