14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

admin
December 14, 2015 6:45 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে শ্রেষ্ঠ সন্তানদের।

সোমবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের ঢল নামে সেখানে।

বাঙালির জাগরণে এ দেশের সূর্য সন্তান, শহীদ বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল আলোক বর্তিকার। পরাজয় নিশ্চিত জেনে এদেশীয় দোসরদের সহযোগিতায় স্বাধীনতার ঠিক আগে বুদ্ধিজীবীদের হত্যা করে হানাদাররা। উদ্দেশ্য বাংলাদেশকে মেধাশূন্য করা।

স্বাধীনতার ৪৩ বছর পরও সেই কৃতি সন্তানদের দেখানো পথেই এগিয়ে যেতে চায় আজকের বাংলাদেশ। শ্রদ্ধাবনত জাতীর পক্ষে তাই শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

শহীদদের আরো শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ বলেন, ৭১ এ পরাজিত শক্তির সাথে যারা মিত্রতা করেছে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

এরপর সৌধ প্রাঙ্গণ খুলে দেয়া হয় সাধারণ মানুষের জন্য। ঢল নামে শোক বিহ্বল হাজারো শিশু কিশোর বৃদ্ধ বনিতার।

শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে ধানমণ্ডি ৩২ নম্বরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন তিনি।

এরপর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও ফুল দেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

http://www.anandalokfoundation.com/