মহামারী করোনা প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় রোজাদার ও ছিন্নমূল মানুষদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করেছে দি নিউজ ডটকম।
আজ ২৬ রমজান (মে ২০) বুধবার বিকেলে রাজধানীর ওয়ারী এলাকায় এলাকায় দি নিউজের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে রাজধানীতে লকডাউনে কর্মহীন সমাজের অসহায় মানুষের মাঝে পুরো রমজান মাসব্যাপী ইফতার বিতরণ করছে দি নিউজ ডটকম।
এসময় দি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, ‘মহামারী করোনার তাণ্ডবে পুরো বিশ্ব আতঙ্কগ্রস্থ। এই কঠিন সময়ে কর্মহীন হয়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো এই কঠিন সময়ে যে যার জায়গা থেকে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’