13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মারধরের পর পানিতে ফেলে স্ত্রীকে হত্যা

admin
September 2, 2015 8:06 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ নৌকায় ঘুরতে নিয়ে মারধরের পর বিলের পানিতে ফেলে বিউটি (২৮) নামে এক বাউলশিল্পীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের তিতারকুল এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার বেলা ১১টার দিকে বিল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলেন— নিহতের স্বামী সেলিম মিয়া (২৮), গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর এলাকার আবুল খায়েরের ছেলে মামুন সিদ্দিকী (২৮), লক্ষ্মীপুরা এলাকার কামাল উদ্দিনের ছেলে রুবেল (২৮), পূর্ব ভুরুলিয়া এলাকার আবুল কাশেমের ছেলে শাকিল (১৪) ও নারায়ণগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার সোহরাব হোসেনের ছেলে লিটন মিয়া (৩০)।

এলাকাবাসীর বরাত দিয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদুল ইসলাম জানান, বিউটি একজন বাউলশিল্পী। তিনি মানিকগঞ্জের ঘিওর থানার উত্তর তরা গ্রামের আব্দুল মজিদ আকন্দের মেয়ে। দেড় বছর আগে গাজীপুর সিটি কপোরেশনের জোলারপাড় এলাকার আইন উদ্দিনের ছেলে সেলিম মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। সেলিম একটি পোশাকের দোকানের কর্মচারী। এটি ছিল বিউটির দ্বিতীয় বিয়ে।

বেশ কিছুদিন ধরেই গান গাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। বাইরে গিয়ে স্ত্রীর গান গাওয়া স্বামী পছন্দ করতেন না। তারপরও বিউটি বিভিন্ন এলাকায় গিয়ে গান করতেন। এর জের ধরে মঙ্গলবার বিকেলে সহকর্মী শাকিলের মাধ্যমে স্থানীয় তিতারকুল বাজারঘাট এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করেন সেলিম মিয়া। বেড়ানোর কথা বলে সন্ধ্যায় স্ত্রী বিউটি ও তার সহযোগীদের নিয়ে স্থানীয় পূবাইল এলাকায় যান তিনি। সেখান থেকে বাড়িতে ফেরার পথে রাত ১১টার দিকে তিতারকুল বাজার ঘাটের অদূরে আসলে তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে সেলিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিউটিকে চড়-থাপ্পড় মারতে মারতে বিলের পানিতে ফেলে দেয় সেলিম ও তার সহযোগীরা।

নৌকার মাঝি শাহ আলম মোবাইল ফোনে বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে লোকজন এগিয়ে এসে ওই পাঁচজনকে ধরে জয়দেবপুর থানা পুলিশে দেয় এবং বিউটিকে খুঁজতে থাকে। রাতভর খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ বিউটির লাশ উদ্ধার কাজ শুরু করে। বেলা ১১টার দিকে বিল থেকে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলেও জানান এসআই আহাদুল ইসলাম।

http://www.anandalokfoundation.com/