দুলাল চন্দ্র পাল- স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে ট্রাক মালিকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় উথুলী বাস স্টান্ডে ট্রাক থেকে হাত-পা বাধা অবস্থায় আব্দুল মজিদ নামে এক ট্রাক মালিকের মরদেহ উদ্ধার করেছে।
সোমবার রাতে ট্রাকে যাওয়ার পথে চালক জহিরুল ইসলাম তকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের ছেলে রাজীব হোসেনের। হত্যার কারণ নিশ্চিত করতে পারেন নি তিনি। নিহত মজিদ ঢাকার আশুলিয়ার খেরুয়া এলাকায় আশরাফ আলী ছেলে। ট্রাক চালকের বাড়ী মানিকগঞ্জে। ঘটনার পর থেকে চালক ও সহকারী পলাতক রয়েছে।