14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মানবতাবিরোধী অপরাধ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

admin
October 8, 2015 7:06 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের সালামতউল্লাহ খানসহ ১৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে তদন্ত সংস্থার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান সংস্থার জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক। এই ১৯ জনের বিরুদ্ধে একাত্তরের মে মাসে মহেশখালীতে ৯৪ জনকে হত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতনসহ ১৩ টি মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানান তদন্তকারী সংস্থা।

এদের মধ্যে ছয়জন গ্রেফতার এবং পলাতক ১৩ জনের মধ্যে মৌলভী জাকারিয়া সিকদার এবং জালালউদ্দীন বর্তমানে হেফাজতে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলেও জানান তদন্ত সংস্থা। আজ বিকেলের দিকে এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হবে বলেও জানান তদন্ত সংস্থা।

http://www.anandalokfoundation.com/