ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শার্শা সীমান্তে ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক

Rai Kishori
June 23, 2020 2:18 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা  সীমান্ত থেকে ২ কেজি গাঁজা সহ শফিকুল ইসলাম (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার টেংরাইল সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক শরিফুল শার্শা টেংরাইল গ্রামের দীন মোহাম্মদের ছেলে।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি কাশিপুর ক্যাম্পের অধীনে টেংরাইল পোষ্ট  কমান্ডার হাবিলদার ইউনুছ জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে বিপুল পরিমাণ মাদক এনে টেংরাইল মেহগনি বাগানের ভিতর অবস্থান করছে পাচারকারীরা।
এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ শফিকুলকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
http://www.anandalokfoundation.com/