13yercelebration
ঢাকা

মাঠে নেই বিএনপি, আ.লীগই আ.লীগের বাধা

admin
October 6, 2015 9:29 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ দুদফা সরকারবিরোধী আন্দোলনে নেমে ব্যর্থতার পর এখন অনেকটা নীরবে দল গোছানোয় ব্যস্ত বিএনপি। নানা ইস্যুতে দলটির সরকারবিরোধী অবস্থান আগের মতোই স্পষ্ট থাকলেও রাজপথে তাদের অস্তিত্ব প্রায় শূন্যের কোঠায়। মূলত, দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিনিয়ত নিজেদের অস্তিত্বের জানান দিয়ে যাচ্ছে সংসদের বাইরে থাকা বিএনপি।

অন্যদিকে, কঠোর পদক্ষেপ ও বেশ দক্ষতার সঙ্গে রাজনৈতিক ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে, আসছে ডিসেম্বরেই তৃণমূলে কাউন্সিলের প্রস্তুতি এখন আওয়ামী লীগে। এমন পরিস্থিতিতে রাজপথে কোনো বিরোধী দলকে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ভাবতে না হলেও নিজেদের মধ্যকার কোন্দলে পিছিয়ে যেতে পারে দলটির কাউন্সিল। জানা গেছে, আওয়ামী লীগের ৭৫টি সাংগঠনিক জেলার মধ্যে বেশিরভাগ জেলায় অন্তর্দ্বন্দ্ব আর কোন্দল রয়েছে। আর এতে দুর্বল হয়ে পড়ছে বিভাগীয়, জেলা ও উপজেলার সাংগঠনিক কাঠামো। অনেক জেলায় দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় ঝিমিয়ে পড়েছে সংগঠন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম একাধিকবার এ সমস্যা নিরসনে কথা বললেও তাতে কাজ হয়নি। বর্তমানে দেশে অভ্যন্তরীণ রাজনীতিতে তেমন কোনো বিশৃঙ্খলা নেই। নেই বিরোধী দল বিএনপির কোনো আন্দোলন। তবে ঢাকার কূটনৈতিক পাড়ায় তাভেল্লা সিজার নামে এক ইতালির নাগরিক ও রংপুরে হোসি কোনিও নামে জাপানের এক নাগরিক হত্যায় সরকার বেশ চাপে রয়েছে বলে মত অনেকের।

একাধিক সূত্রে জানা গেছে, এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ত্রিবার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল। এর আগেই তৃণমূল পর্যায়ে সংগঠন গুছিয়ে নিতে চান দলটির নীতিনির্ধারকরা। গত ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ সম্পর্কে নেতাদের নির্দেশনাও দিয়েছেন। এরই মধ্যে যেসব জেলায় দলের সম্মেলন হয়েছে এমন জেলাগুলোতে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

ওই সভায় সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার করারও নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা, যাতে আগামী স্থানীয় সরকারের নির্বাচনে দল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করতে পারেন। কিন্তু কোন্দলে জর্জরিত জেলা-মহানগর আওয়ামী লীগে এ নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে প্রশ্ন ওঠে ওই সভায়। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলের জেলা কমিটির মেয়াদ তিন বছর। কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের জেলাগুলোতে গত এক যুগেও সম্মেলন হয়নি। ফলে জেলাগুলোতে সাংগঠনিক স্থবিরতা দেখা দিয়েছে। বর্তমানে আওয়ামী লীগের ৭৫টি সাংগঠনিক জেলার বেশিরভাগেই অন্তর্দ্বন্দ্ব রয়েছে। এরমধ্যে অন্তত দুই ডজন জেলা-মহানগরে দলের অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। ফলে এসব জেলা-মহানগরে সাংগঠনিক অবস্থা খুবই নাজুক।

২০১৩ সালে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের মধ্য দিয়ে দলের সাংগঠনিক দুর্বলতা ও কোন্দল আরো সামনে আসে। ওই নির্বাচনের পর পরাজয়ের কারণ খুঁজতে তৎপর হয় ক্ষমতাসীন দলটি। মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ ও জরিপ চালানো হয়। এতে পরাজয়ের অন্যতম কারণ হিসেবে সাংগঠনিক দুর্বলতা ও নেতাদের মধ্যে কোন্দলের বিষয়টি উঠে আসে। এরপর কোন্দল নিরসনে সাংগঠনিক উদ্যোগ নেয় আওয়ামী লীগ। বিষয়টি নিয়ে দলের সভাপতি শেখ হাসিনা ও নীতিনির্ধারক পর্যায়ের নেতারা কয়েক দফায় বৈঠকও করেন। এমনকি তৃণমূল নেতাদের কাছে দলটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিও দেয়া হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের তৃণমূলের সাংগঠনিক জেলাগুলোতে রয়েছে অন্তর্দ্বন্দ্ব। ফলে বিভাগ, জেলা ও উপজেলার সাংগঠনিরক অবস্থা খুবই নাজুক। তারা সবাই তদবির আর নিজস্ব আধিপত্ত বিস্তারে ব্যস্ত রয়েছেন। তারা নিয়মিত দলীয় কার্যালয়ে আসা-যাওয়া করেন না। যার যার মতো করে নিজস্ব দপ্তর খুলে বসেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করলেও তাদের সাংগঠনিক কর্মকান্ড নেই। আর এ কারণেই জনগণের দোড়গোড়ায় পৌঁছাতে পারছে না আওয়ামী লীগ। এ জন্য তৃণমূলে আওয়ামী লীগের অনেকেই বিএনপিতে যোগদানের ঘটনাও ঘটেছে।

গত ১৪ সেপ্টেম্বর রাজশাহীর চারঘাট উপজেলায় আওয়ামী লীগ নেতা ও উপজেলার ভাইস চেয়ারম্যান তাহমিনা খাতুন এবং নিমপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস পলাশ বিএনপিতে যোগ দিয়েছেন। এই অন্তর্দ্বন্দ্বের জেরে গত এক যুগে অনেক জেলায় কাউন্সিল করতে পারেনি আওয়ামী লীগ। ফলে ওই জেলাগুলোতে সাংগঠনিক কাঠামো দুর্বল হয়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও কুমিল্লার কথা। এ জেলাগুলোতে  ১৯৯৭ সালে শেষ সম্মেলন হয়েছে। ভোলা, নেত্রকোনা ও ফরিদপুরে সম্মেলন হয়েছে ২০০৫ সালে।  শরীয়তপুর ও গাইবান্ধায় এক যুগ আগে সম্মেলন হয়েছে। গত সাত বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে চাঁদপুর জেলা কমিটি। আর গোপালগঞ্জে ২০০৪ সালে সম্মেলন হয়েছে। ঝালকাঠিতে সম্মেলন হয়েছে ২০০৬ সালে।

জানা গেছে, অন্তর্দ্বন্দ্ব আর কোন্দলে আওয়ামী লীগের ৭৫টি সাংগঠনিক জেলার মধ্যে ২৪টি জেলা ও মহানগরের বেশি কমিটিতে সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। বেহাল অবস্থা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগেও। এতে বিভক্ত হয়ে পড়েছেন তৃণমূলের কর্মীরা।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, ‘আওয়ামী লীগের মতো এত বড় একটা দলে পদ-পদবি নিয়ে কিছুটা দ্বন্দ্ব থাকবেই। এটা নতুন কিছু নয়। এ বিষয়গুলো আমারা আগামী কাউন্সিলের আগেই সমাধান করে ফেলবো।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের মধ্যে নীতিগত কোনো বিরোধ নেই। আর যা আছে তা থাকবেই। কারণ আওয়ামী লীগ এখন ক্ষমতায়। কেউ ক্ষমতায় থাকলে সেখানে কোন্দল থাকবেই। তবে আমরা খুব শিগগিরই এ অবস্থার অবসান করে ফেলবো। এতে আওয়ামী লীগের কাউন্সিলে কোনো প্রভাব পড়বে না।

এ সম্পর্কে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। তাই এখানে কোন্দল কিছুটা থাকতেই পারে। এটা সব ক্ষেত্রেই হয়। তবে আমাদের আদর্শগত কোনো বিরোধ নেই। আওয়ামী লীগের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। তবে আমরা চেষ্টা করছি তৃণমূলের যে জেলা ও মহানগরে এমন অবস্থা বিরাজ করছে তা অচিরেই মিটিয়ে ফেলতে। এটি একটি চলমান প্রক্রিয়া।

http://www.anandalokfoundation.com/