মাগুরা থেকে আব্দুস সালেক মুন্নাঃ মাগুরার মহম্মদপুর উপজেলার নিভৃত পল্লী হরেকৃষ্ণপুরের নেওয়াজ খালিছ আহমেদ ওরফে তমাল কানাডার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আগামী ১৯ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভূতত্ত্ববীদ খলিছ আহমেদ কানাডার নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মনোনিত প্রার্থী হিসেবে আলবারট্রা প্রদেশের ক্যালগেরির সিগনাল হিল নির্বাচনী এলাকা থেকে এ নির্বাচনে লড়ছেন।
নির্বাচনে বিজয়ী হলে খালিদ আহম্মেদই হবেন কানাডার সর্বপ্রথম বাংলাদেশ বংশোদ্ভুত ফেডারেল এমপি।
নেওয়াজ খালিছ আহমেদের গর্বিত পিতা অবসরপ্রাপ্ত আফছারউদ্দিন আহমেদ ও মা নেওয়াজ খুরশিদা পারভীন বলেন, কানাডার জাতীয় ইলেকশনে আমাদের ছেলে মনোনয়ন পেয়েছে-এটা আমাদের জন্য খুবই আনন্দের। বিজয়ী হয়ে মহম্মদপুর তথা বাংলা দেশের মুখ উজ্জল করবে এটাই আমাদের প্রত্যাশা। এজন্য দেশবাসী ও কানাডা প্রবাসী বাংলাদেশীদের কাছে দোয়া ও সহযোগিতা চান তাঁরা।
নেওয়াজ খালিছ আহমেদ ফোনে তার পিতা-মাতাকে জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে নিম্ন-মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবেন এবং নতুন প্রজন্মের সম্ভাবনা কাজে লাগাবেন। পাশাপাশি নিজের জন্মভূমির জন্য কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
পারিবারিক সুত্র জানায় নেওয়াজ খালিছ আহমেদ ১৯৭৩ সালের ১২ অক্টোবর রাজবাড়ী জেলা সদরে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। নানা ডা. একেএম ওয়াহিদ এলাকায় খ্যাতিমান হিসেবে পরিচিত ছিলেন। মামা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিএনপির সাংসদ ছিলেন। ছয় ভাই দুই বোনের মধ্যে চার নম্বর নেওয়াজ খালিছ আহমেদ। তার বোন নেওয়াজ হালিমা আরলি বিএনপি’র কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপি। নিজ গ্রমের হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করে উপজেলা সদরের ঐতিহ্যবাহী আরএসকেএইচ ইন্সটিটিউশনে ভর্তি হন খালিছ আহমেদ। তার বাবা আফছার উদ্দিন আহমেদ এই প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক ছিলেন। ১৯৮৮ সালে এসএসসি পাশ করার পর নানার বাড়ির এলাকা রাজবাড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পিএইচডি করতে নরওয়ে যান। সেখানে আরেক দফা এমএ ডিগ্রি নিয়ে চলে আসেন কানাডার ক্যালগেরিতে। সেখানে তেল কোম্পানিতে ভূতত্ত্ববিদ হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন। এক ছেলে ও মেয়ে, গৃহিনী স্ত্রী হামিদা নাসরিন ললিনকে নিয়ে তার সংসার ।
জানাগেছে, নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) বিগত ১৯৬১ সালে গঠিত হয়। নির্বাচনী এলাকা আলবাট্রা কানাডার পশ্চিমাঞ্চলের একটি প্রদেশ। জনসংখ্যার বিচারে এটি চতুর্র্থতম। এই প্রদেশেররই একটি সিটি ক্যালগেরি যা অর্থনৈতিকভাবে অধিক সমৃদ্ধশালী। সেই এলাকায় বসবাসরত বাংলাদেশীদের সংখ্যা খুবই কম। কানাডার আসন্ন নির্বাচনে এনডিপিকে ‘হট ফেভারিট’ হিসাবে বিবেচনা করা হচ্ছে। সর্বশেষ জনমত জরিপগুলোর তথ্য বলছে, আসন্ন নির্বাচনে এনডিপি সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করতে যাচ্ছে। সারা দেশে এনডিপি‘র ভোটের জোয়ার বইছে বলে জরিপে প্রকাশিত হয়েছে।