মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান খুলনা বিভাগের শ্রেষ্ঠ হওয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর একজন খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার. কাজী আব্দুস সাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, প্রমুখ।