মেহের আমজাদ, মেহেরপুরঃ “দুর্নীতি, দুঃশাসন হবেই শেষ-গণতন্ত্রের বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শনিবার মহান স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি।
জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় সকাল ১০টায়। শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায় মেহেরপুর বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচীতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে।