চাটখিল করেসপন্ডেন্টঃ নোয়াখালী চাটখিল উপজেলার রামনায়ারপুরে ইউনিয়নের মাধবপুর গ্রামে মসজিদের ভেতরে ৯ বছরের এক ছেলে শিশুকে বলৎকারের অভিযোগে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আতাউর রহমানকে আটক করেছে চাটখিল থানা পুলিশ।
শিশুটির স্বজন শরিফ দি নিউজকে জানান,তার ভাতীজা প্রতিদিনের মত রোববার সকালে তাদের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাছে আরবী পড়তে গেলে মসজিদের ভেতরেই ওই শিশুকে বলাৎকার করে মুয়জ্জিন আতাউর রহমান।এ সময় শিশুটিকে মুয়াজ্জিন কাউকে কিছু না বলতে নিষেধ করে ধমকে দেয়।শিশুটি দিনভর কাউকে কিছু না বলায় বিষয়টি চেপে থাকে।
রোববার রাতে শিশুটির ব্যাথায় কাতরাতে থাকলে বিষয়টি জানাজানি হয়ে পড়ে এবং স্থানীয়রা অভিযুক্ত মুয়াজ্জিনকে আটক করে মারধর করে পুলিশকে খবর দেয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতাউর রহমানকে কোটে চালান দেয়া হয়েছে। প্রসঙ্গত যে, আতাউর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়।