13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের পল্লীতে প্রাণঘাতী করোনা থেকে মুক্তি পেতে মন্দিরে পূজা অর্চনা

Rai Kishori
March 28, 2020 5:44 pm
Link Copied!

নড়াইল জেলা প্রতিনিধি:  প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের আশায় নড়াইলের লোহাগড়ায় ‘পঞ্চাঙ্গ শান্তি স্বস্ত্যয়ন’ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১ টায় লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্বেশ্বরী কালিমাতা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে বাংলাদেশ ব্রাহ্মন সংসদ লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিশেষ পূজা অর্চনার আয়োজন করে।
পুরোহিত শিতল ভট্রাচার্য্য, বিপ্লব চ্যাটার্জি, প্রদীপ আচার্য্য, উত্তম চক্রবর্তী ও বিশ্বজিৎ চক্রবর্তী একযোগে মন্ত্র পাঠ ও হোমের মাধ্যমে ‘পঞ্চাঙ্গ শান্তি স্বস্ত্যয়ন’ পুজা সম্পন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্বেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্যদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রূপক মুখার্জি, বাংলাদেশ ব্রাহ্মন সংসদ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অসিত চক্রবর্তী, কিশোর রায়, কাঞ্চন চাটার্জি, অনিন্দ্য চক্রবর্তী, কানু রায়, স্বপন পাল, সঞ্জয় আচার্য্য,শংকর গাঙ্গুলী ও কাজল পাল প্রমুখ।
http://www.anandalokfoundation.com/