ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
January 19, 2022 11:48 am
Link Copied!

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাটিকান্দি মথুরাপুর গ্রামের এক বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এস আই আলমগীর হোসেন ও এস আই ফারুক শেখ স্বগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটের সময় আটক করেছে।

অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. রাজন শেখ (২৯)। সে মধুখালী পৌরসভার ভাটিকান্দি মথুরাপুর গ্রামের আবুল হাসেম শেখের ছেলে। পলাতক মাদক ব্যবসায়ীর নাম বাসন্তী রায়(৪৯)। সে একই গ্রামের মৃত পরান সিংহ রায়ের স্ত্রী। বাসন্তী রায় ও তার ছেলের নামে একাধিক মামলা রয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পৌরসভার ভাটিকান্দি মথুরাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজা সহ আটক করা হয়। অপর মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য রাজন ও বাসন্তী রায় দীর্ঘদিন ধরে একে অপরের যোগ সাজসে মাদক ব্যবসা করে আসছে।

http://www.anandalokfoundation.com/