স্টাফ রিপোর্টারঃ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিজেদের বক্তব্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে প্রগতিশীল ছাত্র জোট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
ঢাকা বিশ্ববিদ্যালযের মধুর ক্যান্টিনে রবিবার দুপুরে প্রগতিশীল ছাত্র জোট আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ও প্রগতিশীর ছাত্র জোটের সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু।
জনার্দন দত্ত নান্টু বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে একে অলাভজনক ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে আর্থসামাজিক মানদন্ডে টিউশন ফি নির্ধারণ করতে বলা হয়েছে। কিন্তু দেশের বিশাল অংশ শ্রমজীবী মানুষের আয়ের সঙ্গে বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি সঙ্গতিপূর্ণ নয়। সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজেদের মত করে লাখ লাখ টাকা টিউশন ফি নির্ধারণ করে মুনাফা অর্জন করছে।
তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বিভিন্ন খাত দেখিয়ে অর্থ তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এসকল বিষয়ে নির্বিকার। এমন পরিস্থিতিতে কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে ৭.৫% ভ্যাট আরোপ করার সরকারি নীতি টিউশন ফিকে আরেক দফা বাড়িয়ে দেওয়ার নীলনকশা ছাড়া আর কিছুই নয়। এসময় তিনি শিক্ষার্থীদের আহুত চলমান তিনদিনের ছাত্র ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সালমান রহমান, ছাত্র ঐক্য ফোরামের যুগ্মআহ্বায়ক সরকার আল ইমরান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য নাঈমা খালেদ মনিকা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক প্রমুখ। এর আগে একই দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক। সৈকত মল্লিক বলেন, আমরা স্পষ্ট বলে দিতে চাই, শিক্ষাকে রাষ্ট্র ব্যবসার পণ্যে রূপান্তরিত করতে চায়। কিন্তু বিদ্বৎসমাজ ও সচেতন মহল বরাবরই এর বিরোধিতা করে আসছে। কারণ শিক্ষা কোনো পণ্য নয়। শিক্ষা হল অধিকার। সুতরাং শিক্ষায় ভ্যাট শিক্ষার প্রকৃতদর্শন ও মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, প্রতিটি বেসরকারী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ব্যানারে লাগাতার অবস্থান ধর্মঘট চলবে। পাশাপাশি শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের সঙ্গে পূর্ণ সমর্থন জানাচ্ছে ছাত্র ফেডারেশন।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, ফেডারেশনের ঢাবি সভাপতি মানোয়ার হোসেন মাসুদ ও সাধারণ সম্পাদক সাদিক রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।