ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভোট বয়কটের ডাক বাংলাদেশ হিন্দু মহাজোটের

admin
August 28, 2017 5:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, হত্যা, ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।।

তিনি বলেন, “স্বাধীনতার পর এই রাজনৈতিক দলের কাছে হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অত্যাচার-অনাচারে হিন্দু সম্প্রদায় আজ দিশেহারা।”
গোবিন্দ প্রামাণিক পরে আলাদা একটি সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানান।
একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে জাতীয় সংসদে ৫০টি আসন সংরক্ষণ ও আলাদা নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিও জানান।
এ দাবিগুলো পূরণ করা না হলে আগামী নির্বাচনে হিন্দু সম্প্রদায় ভোট বয়কট করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

http://www.anandalokfoundation.com/