বিশেষ প্রতিনিধিঃ বিদ্যুৎ পরিষেবায় বাংলাদেশকে ভারত সাধ্যমতো সহযোগিতা করবে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে গতকাল শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শোভনদেব চট্টোপাধ্যায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা শুনেছি ওরা (বাংলাদেশ সরকার) আরো বেশি বিদ্যুৎ কিনবে। আমাদের ভারতবর্ষ থেকে কিনবে। তাতে আমরা (পশ্চিমবঙ্গ) মেজর কন্ট্রিবিউটর (প্রধান সরবরাহকারী) হতে পারি।’
বাংলাদেশকে বিদ্যুৎ খাতে সহযোগিতা করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্নভাবে পুরস্কৃত হচ্ছি। আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট এর আগেও পুরস্কৃত হয়েছে। আমাদের যে এক্সপার্টাইজ আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, প্রয়োজন মতো মিনিস্টার (মুখ্যমন্ত্রী) যেভাবে চাইবেন আমরা দিতে পারব। হেল্প করতে পারব।’
শোভনদেব বলেন, ‘আমরা অলরেডি ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দিচ্ছি। আমরা শুনেছি ওরা আরো বেশি বিদ্যুৎ কিনবে। আমাদের ভারতবর্ষ থেকে কিনবে। তাতে আমরা (পশ্চিমবঙ্গ) মেজর কন্ট্রিবিউটর (প্রধান সরবরাহকারী) হতে পারি।’ তিনি আরো বলেন, ‘বাধ্যবাধকতা মেনে নিয়ে যতটুকু সহযোগিতা করা যায় সবটুকু করব। বাংলাদেশ আমাদের পাশের দেশ। সেখানের মানুষের যাতে সুবিধা হয়…।’
বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে দুই দেশের আইন কানুন এবং আন্তর্জাতিক নীতি মানা হবে বলে জানান পশ্চিবঙ্গের বিদ্যুৎমন্ত্রী।