14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় শিবির নেতা ফের কারাগারে

admin
December 26, 2015 6:39 pm
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় পৌর শিবির সভাপতি   আব্দুরব কে ফের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন।

গত বৃহস্পতিবার তিনি বড়লেখা আদালতে গিয়ে জামিন আবেদন করলে তার জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাটানোর নির্দেশ দেন বড়লেখা জর্জ কোর্টের ম্যাজেস্টেট।

এর আগে তাকে বড়লেখার চান্দগ্রামে রুপসীবাংলা বাস পুড়ানো মামলায় গ্রেফতার করা হয়েছিল। কারাগারে থাকা অবস্তায় ১৪ ডিসেম্বর অন্য একটি বিস্ফোরক মামলায় তাকে ৬নাম্বার আসামী করা হয়। সেই মামলায় তাকে বৃহস্পতিবার কোর্ট থেকে গ্রেফতার করা হয়। উল্যেখ্য তিনি গত ১৬ ডিসেম্বর জামিনে মুক্তি পেয়েছিলেন।তার এই অনাকাঙ্ক্ষিত গ্রেফতারে বড়লেখা উপজেলা শিবির সভাপতি আব্দুল বাসিত উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন আমরা এই ছলনার গ্রেফতারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং তার নি:শর্ত মুক্তি দাবি করছি।

তিনি আরও বলেন বড়লেখা পৌর নির্বাচনে জামাত মনোনিত প্রার্থী খিজির আহমদের নির্বাচনকে বানচাল করার জন্যে এই গ্রেফতারের নাটক করা হচ্ছে। এই প্রহসনের গ্রেফতার অবিযান বন্ধের জন্যে প্রশাসনের কাছে জড়ালো দাবি জানাচ্ছি।

http://www.anandalokfoundation.com/