14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেতন বাড়ালেই শিক্ষার মান উন্নত হয় না

admin
September 14, 2015 6:40 am
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, বেতন বাড়ালেই শিক্ষার মান উন্নত হয় না। শিক্ষার গুনগতমান নিশ্চিত করতে শিক্ষককে আন্তরিকতা ও সততার সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।মন্ত্রী বলেন,‘অনেকেই বলেন যে, বাংলাদেশের শিক্ষকদের উপযুক্ত বেতন দেওয়া হয় না বলেই এখানে ভাল পাঠদান হয় না। এটা সঠিক নয়।

শিক্ষকদের একধাপেই ৬৭ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে। তিন বছর আগে বেতন বাড়ানো হয়েছে। এবার আবার প্রায় দ্বিগুন করা হয়েছে।তিনি  রোববার রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে প্রতিষ্ঠানের আয়োজনে কানেক্টিং ক্লাসরুম-৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নায়েম এর মহাপরিচালক অধ্যাপক মো: হামিদুল হক ও শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম।

মন্ত্রী বলেন,প্রাথমিক পর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এখন উচ্চতর শিক্ষা শেষ করে অনেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন। তাই পেশাদারিত্বের মনোভাব না নিয়ে আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ে পাঠদান করলে শিক্ষার মান আরও উন্নত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন,আমি মনে করি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক থেকে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ যোজন যোজন ব্যবধান। গ্র্যাজুয়েট-মাস্টারস পর্যায়ের শিক্ষকরা আসছেন। নবীন যারা শিক্ষকতায় আসছেন তাদের প্রতি অনুরোধ- তারা হৃদয় দিয়ে শিক্ষার্থীদের পড়াবেন।তিনি বলেন, প্রাথমিক শিক্ষা নিয়ে আমি আশাবাদী। প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, অন্যান্য সুবিধা এবং এর জন্য যা করনীয় তার জন্য বর্তমান সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্চে। সরকার শিক্ষকদের ছয় মাসের প্রশিক্ষণকে এখন দেড়বছর এর মেয়াদে করা হয়েছে। দেশের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, আমাদের দেশ সম্ভাবনার দেশ। আমাদের লক্ষ্য এখন মধ্যম আয়ের  দেশ নয়, সমৃদ্ধ বাংলাদেশ। আমরা যেহেতু ইউরোপ-আমেরিকা থেকে অনেক পিছিয়ে তাই দেশকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে।

আমাদের শিক্ষার্থী পরিবেশকরা যে কানেক্টটিভিটির কথা বলেছেন তার প্রয়োজন রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের ভাষা, সংস্কৃতি, খাবার অভ্যাস,  পোশাক একেক এলাকার একেক রকম। উৎকর্ষ সাধনের জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য কানেক্টিভিটির দরকার। মন্ত্রী বলেন, দেশে প্রায় ৬৩ হাজার প্রাথমিক বিদ্যালয় আছে। তার মধ্যে নিশ্চয় এমন অনেক বিদ্যালয় আছে যে গুলোতে মানসম্মত শিক্ষা দেয়া হয়। আবার অসংখ্য বিদ্যালয় আছে সেখানে সেই মান অনুযায়ী পাঠদানের কাজ হচ্ছে না। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে শিক্ষার প্রসার নিয়ে চিন্তা করতে হবে।তিনি বলেন, কোয়ালিটি এডুকেশন নিয়ে উন্নয়ন একার কাজ নয়। এটা একটা টিমওয়ার্কের ব্যাপার, সবাইকে মিলেমিশে তা করতে হবে। অনুষ্ঠান শেষে সারাদেশের দশটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়কে আর্ন্তজাতিক স্বীকৃতি প্রদান করা হয়। এসময় বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন মন্ত্রী। এছাড়াও ছয়টি বিদ্যালয় ও এর শিক্ষার্র্থীদেরকে ‘রিভারস অব দি ওয়ার্ল্ড’ প্রজেক্টে অবদানের জন্য পুরস্কৃত করা হয়।

http://www.anandalokfoundation.com/