ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবারও আদালতে যাচ্ছেন না খালেদা

admin
September 2, 2015 10:07 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসনের আদালতের না যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অসুস্থতার কারণ দেখিয়ে গত বৃহস্পতিবারও খালেদা জিয়া আদালতে যাননি। ওইদনি তার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ হয়। পরে আগামী ৩ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করে আদালত।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটাবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হচ্ছে।

http://www.anandalokfoundation.com/