বিদ্যুতের বকেয়া বিল বাবদ ৮০০ মিলিয়ন ডলার দ্রুত পরিশোধের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।
মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডলারের বকেয়া দ্রুত পরিশোধের জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কাছে সাহায্য চেয়েছেন। গত ২৭ অগাস্ট একটি চিঠিতে আদানি ইউনূসকে বাংলাদেশে বিদ্যুতের জন্য বকেয়া প্রাপ্যের জন্য অনুরোধ করেছে। কোম্পানি জানিয়েছে, ঋণদাতাদের কাছ থেকে ক্রমবর্ধমান আর্থিক চাপের সম্মুখীন হতে হচ্ছে সংস্থাকে। তাই যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
জানা যায়, আদানি পাওয়ার তার বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতি মাসে প্রায় ৯০-৯৫ মিলিয়ন মার্কিন ডলার পাওয়ার কথা। যেখানে কেবল ৪০-৪৫ মিলিয়ন ডলার পেয়েছে কোম্পানি। যার ফলে উল্লেখযোগ্য অপরিশোধিত বকেয়া বেড়েছে৷
মিডিয়া রিপোর্ট অনুসারে, আদানি তার চিঠিতে লিখেছে, ক্রমবর্ধমান আর্থিক বোঝা সত্ত্বেও তার দায়বদ্ধতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানি। যে কারণে বাংলাদেশকে নিয়মিত বিল পরিশোধের অনুরোধ করা হচ্ছে। প্রতি মাসে সঞ্চিত ঋণ পরিশোধের জন্য বৃহত্তর স্তর বরাদ্দ করার পরামর্শ দেয় আদানি গ্রুপ। এমন কী COVID-19 মহামারীকালে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও রেকর্ড সময়ের মধ্যে অত্যাধুনিক এই প্ল্যান্ট ও ট্রান্সমিশন পরিকাঠামো গড়ে তোলার উল্লেখ করা হয়েছে ।
আদানি পাওয়ার ২০২২ সালের জুন থেকে ঝাড়খণ্ডের গোড্ডায় তার ১.৬ গিগাওয়াট কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে। প্লান্টটি USD 2 বিলিয়ন বিনিয়োগে নির্মিত হয়েছিল। এই কোম্পানির সঙ্গে BPDB এর ২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়েছে। অর্থপ্রদানের বিলম্বের কারণে গত আট থেকে নয় মাস ধরে প্রাপ্য জমা হয়েছে।
রূপচাঁদা, মিজান এবং ফরচুনের মতো ব্র্যান্ডের অধীনে তেল শোধনাগার এবং রাইস প্যাকেজিং ইউনিট সহ বাংলাদেশের খাদ্য খাতেও আদানি গ্রুপের বিপুল বিনিয়োগ রয়েছে। আদানি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং পরিকাঠামো উন্নয়নে তার কোম্পানির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে আদানি গোষ্ঠী। চিঠিতে বাংলাদেশের কর্তৃপক্ষ এবং স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে।
অপরদিকে, ভারতের ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিটি যাচাই-বাছাই করছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ২০১৭ সালে তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আদানি গ্রুপের সঙ্গে তাদের ঝাড়খন্ড ইউনিট থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিটি করে।