স্টাফ রিপোর্টারঃ ‘বিদেশি নাগরিক হত্যার ব্যাপারে সরকার জিরো টলারেন্স দেখাচ্ছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। খুব দ্রুত এসব হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বললেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘দেশ এক সময় আমদানি নির্ভর ছিল। বৈদেশিক সাহায্য ছাড়া উন্নয়ন সম্ভব ছিল না। বতর্মান সরকার পরনির্ভরশীলতা কমিয়ে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করায় দেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ইনশাল্লাহ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে পরিচিতি অর্জন করবে।’ তিনি বলেন, ‘সরকার গত সাত বছরে ১২টি বন্দর চালু করে ভারত-বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা এনেছে। এমনকি পায়রা বন্দরও চালু করেছে।’ শাজাহান খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। গত সাত বছরে রপ্তানি আয় তিন বিলিয়ন ডলার থেকে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ১১শ’ ডলারে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছয় বিলিয়ন ডলার থেকে বর্তমানে ২৮ বিলিয়ন ডলারে।’ তিনি বলেন, ‘বিরাজমান সমস্যা দ্রুত সমাধান করে সোনামসজিদ স্থলবন্দরের গতিশীলতা ফিরিয়ে আনা হবে।’ পরে মন্ত্রী সোনামসজিদ স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা বিষয়ক কমিটির এক সভায় সভাপতিত্ব করেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানি এমপি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী কাস্টমস কমিশনার আব্দুল মান্নান শিকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) জাহাঙ্গীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী পানামা ইয়ার্ডের ভেতরে একটি ওয়েস্কেল উদ্বোধন করেন। পরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বালিয়াদিঘী মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।