স্টাফ রিপোর্টারঃ বিচারের বাণী এখন নিভৃতে নয়, প্রকাশ্যে কাঁদছে বলে মন্তব্য করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘দলের সিনিয়র নেতা এম কে আনোয়ারসহ কয়েকজনের জামিন আবেদন বাতিল হওয়ায় প্রমাণ হয়েছে বিচারের বাণী এখন প্রকাশ্যে কাঁদে।
ছাত্রলীগ নেতাদের ক্রসফায়ারে হত্যা বিএনপিও সমর্থন করে না বলে জানান আসাদুজ্জামান রিপন। এ্যাকশন শুরু হয়েছে, সরকারের সেতুমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এতেই প্রমাণিত হয় বিচারবহির্ভূত হত্যাকান্ড সরকারের মদদেই হয়। আসাদুজ্জামান রিপন বলেন, ‘জনগণের রায়ের প্রতি সরকারের কোনো শ্রদ্ধা নেই। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্ত করে দলীয় লোকদের বসিয়ে সরকার স্থানীয় সরকারকে দুর্বল করে দিচ্ছে। গাজীপুরের মেয়র মান্নানকে গতকাল (বুধবার) বরখাস্ত করেছে। এর আগে রাজশাহীর মেয়র মোসাদেকদক আলী বুলবুলসহ সারাদেশের ৫৩৮ জনকে বরখাস্ত করে সরকার জনগণের রায়কে অশ্রদ্ধা করছে। এ সবের ফলে জনগণ আর ভোট কেন্দ্রে যাবে না এবং আগ্রহ হারিয়ে ফেলবে বলেও মন্তব্য তার।
বিএনপির মুখপাত্র বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯’ এর ধারা ১২ এর উপধারা (১) এর ক্ষমতাবলেসাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে বরখাস্তের চক্রান্ত আগে থেকেই ছিল।আইনের এই ধারা বাতিল করতে হবে। জনপ্রতিনিধিদের তাদের স্ব স্ব জায়গায় ফিরিয়ে দিয়ে জন গণের রায়কে শ্রদ্ধা জানান। তিনি বলেন,‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ৮৬ বছর বয়স্ক এম কে আনোয়ারকে গতকাল (বুধবার) জেলে পাঠিয়েছে। তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নিম্ন আদালতে হাজির হয়েছেন। তিনি থাকেন ঢাকায়। অথচ কুমিল্লার কোনো এক প্রত্যন্ত জায়গায় গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলায় তাকে জেলে পাঠানো হয়েছে। আমরা এর নিন্দা জানাই।
আইনশৃঙ্খলা বাহিনী বেসামাল হয়ে ক্রসফায়ার শুরু করেছে মন্তব্য করে আসাদুজ্জামান রিপন বলেন, ‘ক্রসফায়ার শুরু হয়েছে। বিএনপি ক্রসফায়ারকে সমর্থন করে না। ক্রসফায়ার কোনো সমাধান নয়। ছাত্রদল বলছে ক্রসফায়ার মানা যায় না। যোগাযোগ মন্ত্রী বলছে অ্যাকশন শুরু হয়েছে। তাতে বুঝা যায় সরকারের নির্দেশেই ক্রসফায়ার হচ্ছে। তিনি বলেন,‘বর্তমানে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ক্রসফায়ার দিয়ে পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীদের ক্রসফায়ার দিবে। আমরা সকল ক্রসফায়ার বন্ধের দাবি করছি। ক্রসফায়ার থেকে সরে আসার আহ্বান জানাই। আসাদুজ্জামান রিপন বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। গতকালও (বুধবার) তিন জনকে ধর্ষণের খবর পাওয়া গেছে। প্রতিনিয়তই খুন, হত্যা, অপহরণ, চাঁদাবাজি চলছে। আইনশৃঙ্খলা বহিনী সামাল দিতে ব্যর্থ হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইসচেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।