রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা চত্বরে মঙ্গলবার বায়ারের গবেষনালব্ধ অ্যারাইজড ধানী গোল্ড বীজের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আমন মৌসুমে সর্বাধিক ফলনশীল হাইব্রিড ধান বীজ, যা প্রতিশেধক ঔষধ ছাড়াই পাতাপোড়া রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। আমন মৌসুমে ধান পাকতে মাত্র ১২৫-১৩০ দিন লাগে। বাতাসে সহসা হেলে ও ঝরে পড়ে না। মধ্যম চিকন চাল গুন সম্পন্ন ফসল এটি।
এ সময় উপস্থিত ছিলেন কৃষিবীদ মোঃ শাফিয়ার রহমান উপজেলা কৃষি কর্মকর্তা বালিয়াডাঙ্গী, কৃষিবীদ আঃ রাজ্জাক সিনিয়র টেরিটরি অফিসার, হামিদুল ইসলাম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রংপুর বিভাগ, মোঃ ফারুক হোসেন সিনিয়র এগ্রোনোমিষ্ট বীজ প্রমুখ।