14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বারভিডার সভাপতি আবদুল হক সাধারণ সম্পাদক রিয়াজ রহমান

SDutta
December 23, 2024 9:07 pm
Link Copied!

সুমন দত্ত: রিকন্ডিশন ভেহিকলস ইম্পোটার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা) নির্বাচন বোর্ড ২৫ সদস্যের কমিটি ঘোষণা করেছে। ২৩ ডিসেম্বর সোমবার কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্য থেকে ১২টি কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বারভিডার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আবদুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থ বারের মতো সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হোন। বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ রহমান জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তিনি রিয়াজ মোটরসের মালিক।

প্রসঙ্গত গত ২১ ডিসেম্বর শনিবার হোটেল পূর্বাণীতে বারভিডা(২০২৪-২০২৬) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেসার্স হকস বে কর্ণধার আবদুল হকের নেতৃত্বাধীন ২৫ সদস্যের গণতান্ত্রিক পরিষদ বিপুল ভোটে পূর্ণ প্যানেলে জয়লাভ করেন।

নব নির্বাচিত কর্মকর্তা ও নির্বাহী সদস্যদের তালিকা

১। জনাব আবদুল হক – প্রেসিডেন্ট মেসার্স হকস্ বে

২। জনাব মোঃ মোহাম্মদ সাইফুল ইসলাম সম্রাট – ভাইস প্রেসিডেন্ট- ১ মেসার্স ট্রাস্ট অটো কারস্

৩। জনাব ডাঃ হাবিবুর রহমান খান – ভাইস প্রেসিডেন্ট – ২ মেসার্স হাবিব এন্ড ব্রাদার্স

৪। জনাব ফরিদ আহমেদ – ভাইস প্রেসিডেন্ট – ৩ মেসার্স এফএন এস অটো

৫। জনাব রিয়াজ রহমান – সেক্রেটারি জেনারেল ।মেসার্স রিয়াজ মোটরস

৬। জনাব সাইয়েদ জুগলুল হোসেন – জয়েন্ট সেক্রেটারি জেনারেল ।মেসার্স এ এন এন্টারপ্রাইজ এন্ড কোঃ

৭। জনাব মোঃ সাইফুল আলম – ট্রেজারার,মেসার্স অটো লিংক।

৮। জনাব মোঃ হাফিজ আল আসাদ – জয়েন্ট ট্রেজারার মেসার্স আসাদ ট্রেডিং

৯। জনাব জোবাইর রহমান – অর্গানাইজিং সেক্রেটারি মেসার্স কার সিটি

১০। জনাব মোঃ আবদুল আউয়াল – পাবলিকেশন এন্ড পাবলিসিটি সেক্রেটারি।মেসার্স নুসরাত ট্রেডিং

১১। জনাব এস এম মনসুরুল কবীর ( লিংকন) – প্লানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি মেসার্স আর এম আই অটোমোবাইলস

১২। জনাব মোঃ গোলাম রব্বানি (শান্ত) – কালচারাল সেক্রেটারি। মেসার্স রব্বানি অটোস

১৩। জনাব এ. বি. সিদ্দিক (আবু) – সদস্য, কার্যনির্বাহী কমিটি

১৪। জনাব আনিসুর রহমান – সদস্য, কার্যনির্বাহী কমিটি

১৫। জনাব আখতার হোসেন মজুমদার – সদস্য, কার্যনির্বাহী কমিটি।

১৬। জনাব মোহাম্মদ কায়সার মোরশেদ (সোহেল)- সদস্য, কার্যনির্বাহী কমিটি।

১৭। জনাব আহ্সানুর রহমান আরজু – সদস্য, কার্যনির্বাহী কমিটি।

১৮। জনাব মিসেস পুনম শারমিন ঝিলমিল – সদস্য, কার্যনির্বাহী কমিটি।

১৯। জনাব জহির উদ্দিন মোঃ বাবর চৌধুরী – সদস্য, কার্যনির্বাহী কমিটি।

২০। জনাব বেনজির আহমেদ – সদস্য, কার্যনির্বাহী কমিটি।

২১। জনাব মোঃ হুমায়ূন কবীর ভূঁইয়া – সদস্য, কার্যনির্বাহী কমিটি।

২২। জনাব মোঃ মজিবুর রহমান – সদস্য, কার্যনির্বাহী কমিটি।

২৩। জনাব মোঃ জহির ইকবাল – সদস্য, কার্যনির্বাহী কমিটি।

২৪। জনাব কে এম শফিউল্লাহ (রনি) – সদস্য, কার্যনির্বাহী কমিটি।

২৫। জনাব দিবাকর বরুয়া – সদস্য, কার্যনির্বাহী কমিটি।

http://www.anandalokfoundation.com/