মেহের আমজাদ, মেহেরপুরঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং বাংলাদেশ নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক নাট্যজন লিয়াকত আলী লাকী’র মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আগমন উপলক্ষে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দুপুরে জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক নিশান সাবেরের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, মোঃ মোমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচাার্য, সহকারি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, অ্যাড. ইব্রাহিম শাহীন, সহকারি অধ্যাপক সাইদুর রহমান, সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টু, শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শিশু শিল্পী নির্জনা আহমেদ। বাংলাদেশ নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক নাট্যজন লিয়াকত আলী লাকীকে সংবর্ধনা প্রদান করেন জেলা শিল্পকলা একাডেমির পক্ষে অ্যাড. পল্লব ভট্টাচার্য, মেহেরপুর থিয়েটারের পক্ষ থেকে সহকারি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, উদীচির পক্ষ থেকে অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা যুব লীগের পক্ষ থেকে আহ্বায়ক মাহফুজুুুুুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি বারিকুল ইসলাম লিজন, অরণী’র পক্ষ থেকে রন্টু ও সেতু, মৃত্তিকার পক্ষ থেকে সভাপতি মানিক হোসেন, সাহিত্য পরিষদের পক্ষ থেকে সভাপতি প্রভাষক নূরুল আহমেদ, শেখ রাসেল শিশু- কিশোর সংগঠনের পক্ষ থেকে শেখ মোমিন, অবসরের পক্ষ থেকে জানে আলম, কর্মচারীদের পক্ষ থেকে কাবরান প্রমুখ।
এর আগে নাট্যজন লিয়াকত আলী লাকী ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন ও স্মৃতি সৌধে পুষ্প স্তাবক অর্পণ করেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিটিভি’র সংগীত পরিচালক আশরাফ মাহমুদ, ফৌজিয়া আফরোজ তুলি, আশাদুল ইসলামসহ জেলা জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।