ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে লক্ষ্যে পৌঁছানো সম্ভব

admin
December 2, 2015 6:59 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সকালে এনইসি সভাকক্ষে ইস্তাম্বুল প্রোগ্রামের মধ্যম মেয়াদের মূল্যায়ন নিয়ে সভায় তিনি এ কথা বলেন।

বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে এরই মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত হলেও বিদেশি ঋণের সুবিধা নিতে এখনি নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চান না বলে জানান অর্থমন্ত্রী।

বিশাল জনগোষ্ঠী কাজে লাগিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নে দৌড়ে অংশীদার বাংলাদেশ। তবে, স্বল্পোন্নত দেশের তকমা কাটিয়ে উন্নয়নশীল দেশ হতে অনেক সূচকে অগ্রগতি হলেও সবগুলোতে এখনো সন্তোষজনক নয়।

মধ্যমেয়াদী রিপোর্টে দেখা যায়, ২০১১ থেকে ১৩ তে মাথাপিছু আয় ১২৪২ ডলার হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে, অন্য দুই সূচকে অগ্রগতি সন্তোষজনক। সম্প্রতি মাথাপিছু আয়ের দিক দিয়ে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হলেও কৌশলগত দিক দিয়ে দুই মন্ত্রীর বক্তব্যে দ্বিমত দেখা যায়।

এছাড়া, বাণিজ্য স্বার্থে ডিসেম্বরে ডব্লিউটিও বৈঠকে বাংলাদেশের জোরালো ভূমিকা রাখবে বলে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

২০১৬ সালে স্বল্পোন্নত দেশগুলোর অগ্রগতি নিয়ে মধ্যবর্তী মূল্যায়ন বৈঠক হওয়ার কথা। সেজন্য মধ্যমেয়াদের অগ্রগতি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়। সেখানে বেসরকারি খাত উন্নয়ন, মানব সম্পদের ব্যবহার, অবকাঠামো উন্নয়নসহ বেশ কিছু চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

http://www.anandalokfoundation.com/