ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের উন্নয়নের ধারাকে মডেল হিসাবে গ্রহন করছে বিশ্বের অনেক দেশ

admin
November 12, 2016 9:12 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধি
বাংলাদেশের উন্নয়নের ধারা মডেল হিসেবে গ্রহন করছে বিশ্বের অনেক দেশ বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এম পি। আজ শনিবার বিকালে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদপুর-১ আসনের এম পি মো. আব্দুর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত করায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তবব্য করেন। উপজেলা আওয়ামীলীগ ও নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এম পি, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব  সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর (দনি) যুগ্ম সাধারন সম্পাদক ডা. দিলীপ রায়, মাদারীপুর-১ আসনের এমপি মোজ্জামেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল বকু।
অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন জননেত্রী শেখ হাসিনার সম্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন। তিনি বলেন আগামী নির্বাচনে ফরিদপুরের ৪টি আসনেই আওয়ামীলীগের প্রার্থীদেরকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে আমরা উপহার দেব।

 

http://www.anandalokfoundation.com/