ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রে প্রথম সিনেটর শেখ রাহমান

admin
January 15, 2019 4:24 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে শপথ নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রাহমান। সোমবার সিনেটর হিসেবে শপথ নেন তিনি।

জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে তিনিই প্রথম মুসলিম সিনেটর। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কোনও অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি।

সোমবার সকালে অন্য সিনেটরদের সঙ্গে শপথ নেন শেখ রাহমান। পরে নির্জ ধর্ম বিশ্বাস অনুযায়ী কুরআন নিয়ে শপথ নেন জর্জিয়ার প্রথম এই মুসলিম সিনেটর।

শেখ রাহমানের সঙ্গে আরও একজন নারী সিনেটর শপথ নেন। জর্জিয়ার প্রথম ইরানিয়ান-আমেরিকান আইনপ্রণেতা হিসেবে তিনিও ইতিহাস গড়েন।

জানা গেছে, স্কুলের পড়াশোনা শেষে ১৯৮১ সালে উত্তর ক্যারোলাইনার সেন্ট্রাল পিডমন্ট কমিউনিটি কলেজে ভর্তি হন শেখ রাহমান।

বাবা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রে গিয়ে একটি রেস্টুরেন্টে ডিশ ওয়াশারের কাজ করেছেন তিনি। এসময় ঘণ্টা প্রতি তার পারিশ্রমিক ছিল ৩.৩৫ ডলার।

পাশাপাশি কঠোর পরিশ্রমের অন্য কাজও করতেন তিনি। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে ডিগ্রি লাভ করেন।

http://www.anandalokfoundation.com/