14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে উন্নয়নের মিরাকল বললেন শিল্পমন্ত্রী

admin
October 7, 2016 8:45 am
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেনর আমু বলেছেন, ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি বাংলাদেশকে উন্নয়নের ‘মিরাকল’ বলে আখ্যায়িত করেন।

গতকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে ঢাবির প্রযুক্তি হস্তান্তর কর্মসূচি ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০২১ ও ২০৪১ এ লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। বিশ্বব্যাংকের রেটিং অনুযায়ী ইতোমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পদার্পণ করতে সক্ষম হয়েছি। ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারব।

ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কর্মকর্তা মো: মোখলেছুর রহমান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ঢাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ। এ সময় ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং অভ্যন্তরীণ অপরাজনীতি মোকাবেলা করে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে। সদ্য বিদায়ী অর্থবছরে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে বিশ্ববাসীতে তাক লাগিয়ে দিয়েছে। এক সময় বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত থাকলেও বিশ্ব নেতৃত্বের কাছে বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ।

আমির হোসেন আমু বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় শিল্প খাতে গুণগত পরিবর্তন এসেছে। উন্নত দেশে পরিণত হওয়ার জন্য দেশে অর্থনৈতিক ও পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলতে হবে। এসব শিল্পকারখানা পরিচালনার জন্য কারিগরিভাবে প্রশিতি দ লোকের প্রয়োজন হবে। পাশাপাশি তরুণ সৃজনশীল উদ্যোক্তার প্রয়োজন পড়বে। এ জন্য এখন থেকে পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, উচ্চশিক্ষা গ্রহণ করেও অনেক মেধাবী শিক্ষার্থী কর্মসংস্থানের অভাবে বেকার জীবনযাপন করছেন। অথচ দেশের কারিগরি খাতে অনেক পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে বিপুল দক্ষ জনশক্তি প্রয়োজন। আমু বলেন, বিদেশে যেখানে ৬০ শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষা লাভ করে সেখানে আমাদের দেশে কারিগরি শিক্ষার হার ১০ শতাংশ। দেশের বেশির ভাগ শিক্ষার্থী উচ্চশিক্ষার পেছনে ছুটছে। বর্তমান বিশ্বায়নের যুগে শুধু উচ্চশিক্ষার পেছনে না ছুটে কারিগরি শিক্ষা গ্রহণের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

http://www.anandalokfoundation.com/