নিরাপত্তার স্বার্থে প্রথমে ৫৮টি নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিলেও ২৪ ঘণ্টার ব্যবধানে আবারো খুলে দেয়া হয়। রোববার সন্ধ্যায় দেশের ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওইদিন বিটিআরসি দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) নিউজ পোর্টালগুলো বন্ধ করার নির্দেশ দেয়ার পর রাত থেকে সংশ্লিষ্ট সাইটগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়।
বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এসব সাইট বন্ধ করা প্রয়োজন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের জানানো হয়। তাদের অনুরোধক্রমে সংশ্লিষ্ট সাইটগুলো বন্ধের কারিগরি কার্যক্রম সম্পন্ন করেছে বিটিআরসি।
গতকাল সন্ধ্যায় সাইট বন্ধের নির্দেশনা প্রত্যাহার করে নেয়া হয়। এ প্রসঙ্গে জাকির হোসেন খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাইটগুলো চালু করে দেয়ার অনুরোধ জানানোর পর আমরা সংশ্লিষ্টদের সাইটগুলো খুলে দেয়ার নির্দেশনা দেই।