বজ্রপাত ও ত্রিশুল; নাকি ত্রিশুল হতে বজ্রপাতঃ দৃশ্যটি বাংলাদেশের রংপুর সিটি কর্পোঃ এলাকার ৮নং ওয়ার্ডের মহাব্বত খাঁ বোতলা সার্বজনীন মহা শ্মশানের বৃহৎ গাছের।
ঘটনাটি রবিবার রাতের (৩০ এপ্রিল ২০২৩) ঝড়ের সময়ের বজ্রপাতে সৃষ্ট। বজ্রপাতে আঘাত প্রাপ্ত মহা শ্মশানের ঐ বৃক্ষে পূর্বে থেকেই ভগবান শীবের ত্রিশুল অঙ্কিত ছিলো। জানা গেছে যে, ঐ ত্রিশুল অত্যান্ত আলোচিত ও প্রদর্শিত ছিলো যা অত্র এলার সকলে শ্রদ্ধার সহিত ভক্তি নিবেদন করেন।
ঝড়ের রাতে বজ্রপাতে এমনি দৈবিক ঘটনার পর অত্রএলায় ভক্তগণ বৃক্ষটির নিরাপত্তা নিয়ে দুঃচিন্তায় রয়েছে শ্মশান কমিটির পর্যদসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনসাধারন।
আমরা মনে করি -বৃক্ষটির সার্বিক সুরক্ষার দায়িত্ব স্থানীয় প্রশাসনসহ সকল ভক্তগণের।
সূত্রঃ মহাব্বত খাঁ বোতলা সার্বজনীন মহা শ্মশান কমিটি, রংপুর।