বগুড়া প্রতিনিধি: স্কুল মাঠটি অরক্ষিত থাকায় প্রতিদিন বাঁশসহ নানা আসবাবপত্রসহ এলাকার তৈরীকৃত চাটাই রাখে ব্যবসায়ীরা। তাছাড়া ওই মাঠে সপ্তাহে দুইদিন হাটও বসে ওই মাঠে। এদিকে স্কুলগামী শিক্ষার্থীদের নানা প্রতিকূলতা পেরিয়ে শিক্ষা নিতে যেতে হয় স্কুলে।
মাঠে ওইসব বাঁশ ও আসবাবপত্রের সামগ্রী গাদাগাদি করে রাখায় ক্রীড়া বিনোদন করতে পারছেনা বগুড়ার শেরপুরে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি শনিবার টিফিনের সময় মাঠে খেলতে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুনের (১১) পা ভেঙ্গে গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষার্থী সাদিয়া খাতুন বিনোদপুর গ্রামের দিনমুজুর নইমুদ্দিনের মেয়ে।
সরেজমিনে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দীর্ঘদিন যাবত সপ্তাহে ২ দিন সোমবার ও বৃহস্পতিবার করে হাট বাজার বসে। আর এই হাটবাজারের সামগ্রী বাঁশ স্কুল মাঠে রাখা হয়। টিফিনের সময় মাঠের ভিতরে হাটবাজারের সাগ্রীর মাঝে খেলতে গিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া খাতুনের পা ভেঙ্গে গুরুতর আহত হয়। হাটবাজারের সামগ্রী মাঠের মাঝে রাখার কারনে স্কুলের শিক্ষার্থীদের এসেম্বলিসহ নানা ক্রীড়া বিনোদন থেকেও বঞ্চিত হতে হচ্ছে।
বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনা রানী বলেন, আমরা সভাপতি ও গ্রামবাসিকে বার বার বলার পরও তারা হাটবাজার লাগিয়ে যাচ্ছে এবং মাঠের ভিতরে বাঁশ ও চৌকি রেখে যায়। এদিকে ওই শিক্ষার্থীর পরিবার গরীব হওয়ায় তার উন্নত চিকিৎসা নিতে পারছেনা অর্থাভাবে। অন্যদিকে অসুস্থ থাকায় শিক্ষা বঞ্চিত থেকেই যাচ্ছে। তাইতো প্রশাসনসহ এলাকার সহৃদয় ব্যক্তিদের আর্থিক সহযোগীতা কামনা করেছে আহত শিক্ষার্থীর পরিবার।
এ ব্যাপারে শেরপুর উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভীন বলেন, বিষয়টি আমার জানা নেই, যদি স্কুল মাঠে হাটবাজার লাগে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, স্কুল মাঠে হাট এটা অবৈধ, বাঁশ ও বাজারের সামগ্রী সভাপতি কে সরিয়ে ফেলতে বলা হয়েছে। যদি না সরায় তাহলে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।