ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফ্রি চিকিৎসা সেবা দেয়াকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ

admin
January 7, 2017 11:21 pm
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধিঃ  ঢাকা-সিলেট মহাসড়কের সংলগ্ন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া  ইউনিয়নের বালিদারা বাজারে ফ্রি চিকিৎসা দেয়াকে কেন্দ্র সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজী তনয় দেওয়ান শাহ নেওয়াজ গাজী মিলাদ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়ার ঘটনা সংগঠিত হয়েছে। এ সময় বাজারে আতংক ছড়িয়ে পড়লে সাধারন মানুষজন দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। পরে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় বিষয়টি শান্ত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। চিকিৎসা সেবা চলাকালিন পর্যন্ত সেখানে পুলিশ মোতায়েন থাকে।

এলাকাবাসী সুত্রে জানাযায়, সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদ্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গতকাল শনিবার সকাল ১০টার দিকে সমাজ কল্যান মন্ত্রনালয়ের অধিনে জাতীয় প্রতিবন্ধি ফাউন্ডেশনের পরিচালনায় হবিগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে মোবাইল থেরাপি ভ্যান সেবা কার্যক্রম এর ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেন।

এ খবর পেয়ে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজী তনয় দেওয়ান শাহ নেওয়াজ গাজী মিলাদ সমর্থক স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক দুলাল মিয়ার নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ মোবাইল মেডিকেল ক্যাম্প স্থলে গিয়ে তাদেরকে না জানিয়ে মেডিকেল ক্যাম্প আয়োজন করার কারন জানতে চায়।

এ নিয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর পক্ষে আয়োজককারী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মন্নানের সাথে  বাকবিতন্ডার এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বাজারের পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে পরিস্থিতি শান্ত হওয়ার পর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়াকেয়া চৌধুরী উপস্থিত হয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিতেন্দ্র কুমার নাথ, স্থানীয় চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদ, জেলা সমাজ সেবা কর্মকর্তা ফারজানা কান্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর নুর প্রমুখ। উদ্ধোধন শেষে সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী চলে যান। এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৪টা পর্যন্ত চলাকালিন সময়ে পুলিশ মোতায়েন ছিলো। উক্ত মেডিকেল ক্যাম্পে কয়েক শতাধিক লোকজন চিকিৎসা সেবা গ্রহন করেন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমেদ জাবেদ বলেন, সকাল বেলায় ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প নিয়ে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সামান্য ভুলবুজাবুজি হয়েছিলো।

পরে স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা করার পর ক্যাম্পের উদ্ধোধন করা হয় এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিতেন্দ্র কুমার নাথ জানান, সকাল সাড়ে ১০টার দিকে মামনীয় সংসদ সদস্য কে নিয়ে আমরা ফ্রি মোবাইল তেরাপি ভ্যান সেবা কার্যক্রমের উদ্ধোধন করি। বিকেল ৫টা পর্যন্ত এ সেবা চলে। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না বলেন জানান। এ ব্যপারে জানতে চাইলে সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সাথে মুটোফোনে একাধীকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

http://www.anandalokfoundation.com/